চাঁদাবাজির অভিযোগে মণিপুরে গ্রেফতার আরও এক সক্ৰিয় প্রিপাক জঙ্গি
ইমফল, ১৩ নভেম্বর (হি.স.) : চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রগতিশীল)’, সংক্ষেপে প্রিপাক (প্রো)-এর আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ। আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দফ
গ্রেফতার প্রিপাক (প্রো)-এর সক্রিয় সদস্য কে লাইবা মেইতেই


ইমফল, ১৩ নভেম্বর (হি.স.) : চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী ‘পিপলস রেভোলিউশনারি পার্টি অব কাংলেইপাক (প্রগতিশীল)’, সংক্ষেপে প্রিপাক (প্রো)-এর আরও এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।

আজ বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর দফতরের আধিকারিক সূত্রে জানানো হয়েছে, নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বুধবার রাতে ইমফল পশ্চিম জেলার অন্তৰ্গত লামশাং থানাধীন লামদেং খুনুর গ্রামের বাসিন্দা বছর ৪০-এর কে লাইবা মেইতেইয়ের বাসভবনে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। অভিযানে তার বাসভবন থেকে কে লাইবা মেইতেই পাকড়াও করে লামশাং থানায় নিয়ে আসা হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আধিকারিক সূত্রটি জানিয়েছে, লাইবা মেইতেই সক্রিয়ভাবে চাঁদাবাজি কার্যকলাপে জড়িত ছিল। সে ইমফলের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারী, বাণিজ্যিক প্রতিষ্ঠানের মালিক এবং সরকারি কর্মচারীদের কাছে মোটা অঙ্কের চাঁদা আদায় করত। তার কাৰ্যকলাপে স্থানীয়দের মধ্যে ভয়ভীতি বিরাজ করছিল।

কে লাইবা মেইতেইয়ের বাসভবনে পরিচালিত অভিযানে প্রিপাক (প্রো)-এর নেটওয়ার্ক এবং অপারেশন সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যাবলি সহ একটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত অন্যান্য সদস্য এবং অর্থায়নের তথ্য জানতে রাজ্য পুলিশ সহ কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন গোয়েন্দা সংস্থার আধিকারিকরা তার মোবাইল ফোনের ডিভাইস পরীক্ষা করছেন।

এখানে উল্লেখ করা যেতে পারে, গত সোম এবং মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলাজুড়ে চাঁদাবাজির সাথে জড়িত অভিযোগে নিষিদ্ধ প্ৰিপাক (প্ৰো) এবং আরপিএফ/পিএলএ জঙ্গি গোষ্ঠীর এক মহিলা সহ সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে মণিপুর পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande