ফুলকপির ভেতর সাপ! মালদায় চাঞ্চল্য, সতর্ক থাকার আহ্বান ক্রেতার
মালদা, ১৩ নভেম্বর ( হি. স.):- বাজার থেকে সবজি কিনে আনা নিত্যদিনের অভ্যাস, কিন্তু সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় বিপদ—এমনই এক ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। মালদার ইংলিশ বাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লির বাসিন্দা রা
কপিতে সাপ


মালদা, ১৩ নভেম্বর ( হি. স.):- বাজার থেকে সবজি কিনে আনা নিত্যদিনের অভ্যাস, কিন্তু সামান্য অসতর্কতায় ঘটতে পারে বড় বিপদ—এমনই এক ঘটনায় বৃহস্পতিবার চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। মালদার ইংলিশ বাজার পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের মনস্কামনা পল্লির বাসিন্দা রাজু রায় সম্প্রতি ঝলঝলিয়া বাজার থেকে দুটি ফুলকপি কিনে বাড়িতে আনেন। অন্যান্য সবজির সঙ্গে ফুলকপিগুলিও ফ্রিজে রেখে দেন তিনি।পরের দিন সকালে রান্নার প্রস্তুতি নিতে গিয়ে রাজু রায়ের স্ত্রী দেখতে পান, ফুলকপির ভেতরে পেঁচিয়ে রয়েছে একটি জীবন্ত সাপ! মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। পরে রাজু রায় তড়িঘড়ি ফ্রিজের ট্রে বাইরে নিয়ে গিয়ে সাপটিকে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন।ঘটনাটি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় আলোড়ন তৈরি হয়েছে। রাজু রায় জানান, “সবজি কেনার সময় বা রান্নার আগে একটু সচেতন হলেই বিপদ এড়ানো সম্ভব।” তিনি সকলের প্রতি আবেদন জানান, বাজার থেকে সবজি কেনার পর ভালোভাবে পরীক্ষা করে তবেই ফ্রিজে রাখুন বা রান্না করুন।

এই ঘটনায় ঝলঝলিয়া বাজারের সবজি বিক্রেতারাও ভবিষ্যতে আরও সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande