
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): জামিনে মুক্তিপ্রাপ্ত পার্থ চট্টোপাধ্যায়ের পাশে এখনই দাঁড়াতে রাজি নয় দল। সূত্রের দাবি, কালীঘাট থেকে সেটাই স্পষ্ট করে দলের মুখপাত্রদের বলে দেওয়া হয়েছে। দলের নির্দেশ, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে সংবাদমাধ্যম তৃণমূলের অবস্থান জানতে চাইলে বলতে হবে, উনি এখনও সাসপেন্ড হওয়া নেতা। দুর্নীতির অভিযোগে তাঁকে ৬ বছরের জন্য দল সাসপেন্ড করেছে। তার মধ্যে মাত্র সওয়া তিন বছর হয়েছে। এখনও ২ বছর ৭ মাস সাসপেনশনের মেয়াদ বাকি রয়েছে।
সওয়া তিন বছর পর জামিনে ছাড়া পাওয়ার পর থেকে যেন তর সইছে না পার্থ চট্টোপাধ্যাের। রাজ্য রাজনীতিতে এখনই তাঁকে প্রাসঙ্গিকতা ফিরে পেতে হবে, এখনই বিধানসভায় যেতে হবে। এমনকি লাগাতার সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে ইনিয়েবিনিয়ে দাবি করছেন, ‘মনে রাখবেন, অভিষেক-মমতা আর আমি তৃণমূলের অবিচ্ছেদ্য অঙ্গ।’ এ হেন পরিস্থিতিতে তৃণমূলের অবস্থান কী, তা জানার জন্য যেমন আমজনতার মধ্যেও আগ্রহ রয়েছে, তেমনই দলের মধ্যেও নেতা-কর্মীরা বুঝতে চাইছেন, কালীঘাটের মনোভাব কী!
সূত্রের খবর, দলীয় মুখপাত্রদের কালীঘাট জানিয়ে দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে অভিযোগ উঠেছিল, তার তদন্ত এখনও শেষ হয়নি। সেই তদন্ত চলছে। পার্থ চট্টোপাধ্যায় এখনও নির্দোষ প্রমাণিত হননি। তিনি শুধু জামিনে মুক্তি পেয়েছেন মাত্র। যত দিন না তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারছেন, ততদিন তাঁকে সংগঠন বা দলের সক্রিয় সদস্য পদ ফিরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত