শুভেন্দুর হুমকি ফোনের অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল
কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পাকিস্তান ও বাংলাদেশ থেকে তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে প্রকাশ্যে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এহেন হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি দেবে তা নিয়ে পালটা
শুভেন্দুর হুমকি ফোনের অভিযোগ উড়িয়ে দিল তৃণমূল


কলকাতা, ১৩ নভেম্বর (হি.স.): পাকিস্তান ও বাংলাদেশ থেকে তিনি হুমকি ফোন পাচ্ছেন বলে প্রকাশ্যে দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এহেন হুমকিকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ শাসকদল তৃণমূল কংগ্রেস। কেন পাকিস্তান বাংলাদেশ থেকে হুমকি দেবে তা নিয়ে পালটা প্রশ্ন তৃণমূলের। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি, ”হালে পানি পাচ্ছেন না। এই সমস্ত কথা বলে দলের মধ্যে ভেসে থাকার চেষ্টা করছেন।” খোদ নিজের দল অর্থাৎ বিজেপিতে পাত্তা না পেয়ে শুভেন্দু অধিকারী এহেন মন্তব্য করছেন বলে মত তৃণমূলের মুখপাত্র অরূপের। তিনি বলেন, ”বিজেপির কাছেই পাত্তা পাচ্ছেন না। ১৮ থেকে ১২ হওয়ার পর পছন্দের লোককে রাজ্য সভাপতি করেনি। কার্যত ঘাড় ধাক্কা খাচ্ছে বিজেপিতে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande