মায়াসভায় জাভেদ জাফরির প্রথম লুক প্রকাশিত
মুম্বই, ১৩ নভেম্বর (হি.স.) : পরিচালক রাহি অনিল বারভে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন সিনেমা মায়াসভার কথা ঘোষণা করেছেন। মায়াসভা সিনেমাতে জাভেদ জাফরি ​​প্রধান চরিত্রে অভিনয় করবেন। রাহি অনিল বারভে সামাজিক মাধ্যমে মায়াসভা ছবিটির পোস্টার শেয়ার করেছেন। যে
মায়াসভা জাভেদ জাফরির প্রথম লুক প্রকাশিত


মুম্বই, ১৩ নভেম্বর (হি.স.) : পরিচালক রাহি অনিল বারভে আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন সিনেমা মায়াসভার কথা ঘোষণা করেছেন। মায়াসভা সিনেমাতে জাভেদ জাফরি ​​প্রধান চরিত্রে অভিনয় করবেন। রাহি অনিল বারভে সামাজিক মাধ্যমে মায়াসভা ছবিটির পোস্টার শেয়ার করেছেন। যেখানে মুখোশ পরা একজন বৃদ্ধকে দেখা যাচ্ছে। এটি আসলে জাভেদ জাফরি। পোস্টারে তাঁর লুক এতটাই রহস্যময় যে তাঁকে চিনতে অসুবিধা হচ্ছে দর্শকদের।

জাভেদ জাফরি ​​ছাড়া সিনেমাতে আর কে কে আছেন, এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে, জাভেদের ভক্তরা দীর্ঘদিন পর তাঁকে কোনও ছবিতে মুখ্য ভূমিকায় দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। রাহির বোন এবং বিখ্যাত কোরিওগ্রাফার ফুলওয়া খামকারও পোস্টারটি শেয়ার করেছেন এবং তাঁর ভাইয়ের আগামী সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়েছেন। তবে মায়াসভা-র মুক্তির তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন




 

 rajesh pande