রঙিয়ায় পুলিশি অভিযানে ১৪ কেজি আফিং সহ গ্ৰেফতার পঞ্জাবের দুই পাচারকারী
রঙিয়া (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়কে পরিচালিত অভিযানে পুলিশ ১৪ কেজি আফিঙের সঙ্গে বহিঃরাজ্যর দুই পাচারকারীকে গ্ৰেফতার করেছে। ধৃত মাদক পাচারকারীদের পঞ্জাবের শানগুড় জেলার বাসিন্দা মালকিৎ সিং এব
আফিং সহ গ্রেফতার_প্রতিনিধিত্বমূলক ছবি


রঙিয়া (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ার ২৭ নম্বর জাতীয় সড়কে পরিচালিত অভিযানে পুলিশ ১৪ কেজি আফিঙের সঙ্গে বহিঃরাজ্যর দুই পাচারকারীকে গ্ৰেফতার করেছে। ধৃত মাদক পাচারকারীদের পঞ্জাবের শানগুড় জেলার বাসিন্দা মালকিৎ সিং এবং নারিন্দ্ৰ সিং বলে পরিচয় পাওয়া গেছে।

রঙিয়া থানা সূত্রে জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে আজ বৃহস্পতিবার মধ্যরাত থেকে ২৭ নম্বর জাতীয় সড়কে নাকাপয়েন্ট গড়ে যাতায়াতকারী সন্দেহজনক গাড়িতে তালাশি চালানো হচ্ছিল। ভোরের দিকে নলবাড়ি অভিমুখী ডিএল এই ৩৬৯৪ নম্বরের একটি চার চাকার হোন্ডাই ভারনা গাড়ির গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ১৪টি প্যাকেটে ১৪ কেজি আফিং উদ্ধার করেছেন পুলিশের অভিযানকারীরা। এর সঙ্গে আটক করা হয় গাড়ির চালক সহ দুই যাত্রী মালকিৎ সিং এবং নারিন্দ্ৰ সিংকে।

থানায় এনে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ধৃত দুজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট আইনের ধারা রুজু করে উভয়কে গ্রেফতার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande