বারাণসীতে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত দুই কিশোর
বারাণসী, ১৩ নভেম্বর (হি.স.) : গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত দুই কিশোর। উত্তর প্রদেশের বারাণসীর রামনগর শহরতলীর ডোমরি গ্রাম সংলগ্ন গঙ্গায় বৃহস্পতিবার দুই কিশোর স্নান করতে গিয়ে তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে রামনগর থানার পু
বারাণসীতে গঙ্গায় স্নান করতে গিয়ে মৃত দুই কিশোর


বারাণসী, ১৩ নভেম্বর (হি.স.) : গঙ্গায় স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত দুই কিশোর। উত্তর প্রদেশের বারাণসীর রামনগর শহরতলীর ডোমরি গ্রাম সংলগ্ন গঙ্গায় বৃহস্পতিবার দুই কিশোর স্নান করতে গিয়ে তলিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে রামনগর থানার পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণের চেষ্টায় মৃতদেহ দুটি উদ্ধার হয়।

এক পুলিশ আধিকারিক জানান, মৃতদের নাম আমান রাজা (১৭) এবং মুহম্মদ ইসরাইল (১৭)। স্কুল থেকে ফেরার পর তারা গঙ্গায় স্নান করতে যায়। সেই সময় জলের গভীরতার সঠিক ধারনা না থাকায় তারা তলিয়ে যায় এবং প্রাণ হারায়। ঘটনার খবর পেয়ে মৃতদের পরিবার ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande