
শ্রীনগর, ১৩ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরে বিগত কয়েক দিন ধরে ঠান্ডার প্রভাব বাড়ছে। শ্রীনগর শহরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে । বৃহস্পতিবার এমনটাই জানালো আবহাওয়া দফতর ।
আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুসারে, উপত্যকার পহেলগামে তাপমাত্রা মাইনাস ৩.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতরের পরিচালক ডঃ মুখতার আহমেদ বলেছেন যে, আগামী সপ্তাহে বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। ১৭ নভেম্বর পর্যন্ত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। তিনি আরও বলেন যে, ১৭ নভেম্বরের পর দুই থেকে তিন দিন রাতের তাপমাত্রা কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা জনগণকে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের ঠাণ্ডার প্রভাব থেকে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। বয়স্ক এবং শিশুদের বাইরের ঠান্ডায় দীর্ঘক্ষণ না থাকার পরামর্শ দিয়েছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন