বিশালগড়ে এক লক্ষেরও বেশি গাঁজা গাছ ধ্বংস করল পুলিশ
বিশালগড় (ত্রিপুরা), ১৩ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানা এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য অর্জিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিকাশ সিন্ধিয়া ও বিশালগড় থা
গাঁজা বাগিচা ধ্বংস


বিশালগড় (ত্রিপুরা), ১৩ নভেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার বিশালগড় থানা এলাকায় অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানে ফের বড়সড় সাফল্য অর্জিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) বিকাশ সিন্ধিয়া ও বিশালগড় থানার ওসি বিজয় দাসের নেতৃত্বে যৌথ বাহিনী ব্যাপক গাঁজা গাছ ধ্বংসের অভিযান চালায়।

সূত্রে জানা গেছে, ওই দিনের অভিযানে বিশালগড় মহকুমা পুলিশ, সিপাহীজলা জেলার গোয়েন্দা শাখা, সিআরপিএফ, ১১ নং ব্যাটালিয়ন টিএসআর এবং ১৪ নং ব্যাটালিয়নের মহিলা টিএসআর বাহিনীর সদস্যরা অংশ নেন। সকাল থেকেই বংশীবাড়ি এডিসি ভিলেজের বেলবাড়ি ও বরকুচি এলাকার প্রত্যন্ত টিলাভূমিতে যৌথ বাহিনী প্রচুর শ্রমিক নিয়ে অভিযান শুরু করে। একের পর এক গাঁজা বাগান ধ্বংস করে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন মোট ৪৫টি প্লটে প্রায় এক লক্ষেরও অধিক গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় বহু গাঁজা চাষী দূরের জঙ্গল থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা যায়।

অভিযান শেষে বিকাশ সিন্ধিয়া জানান, বিশালগড় থানা এলাকায় আরও কিছু গাঁজা বাগানের খবর পুলিশের কাছে রয়েছে এবং খুব শীঘ্রই সেগুলিতেও অভিযান চালানো হবে। তিনি গাঁজা চাষীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “অবৈধ গাঁজা চাষের সঙ্গে কেউ যেন যুক্ত না হয়। আইন হাতে তুলে নিলে পরিণাম ভালো হবে না।”

পুলিশের এই সফল অভিযানে বিশালগড় মহকুমায় গাঁজা চাষীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande