কমলপুরে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা
কমলপুর (ত্রিপুরা), ১৩ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর এক ঐতিহাসিক উন্নয়নমূলক দিনে পরিণত হল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কমলপুর সফরে এসে মানিকভাণ্ডারে হরচন্দ্র দ্বাদশ শ্রণি বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


কমলপুর (ত্রিপুরা), ১৩ নভেম্বর (হি.স.) : ধলাই জেলার কমলপুর এক ঐতিহাসিক উন্নয়নমূলক দিনে পরিণত হল বৃহস্পতিবার। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা কমলপুর সফরে এসে মানিকভাণ্ডারে হরচন্দ্র দ্বাদশ শ্রণি বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর মুখ্যমন্ত্রী বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষ থেকে তাঁকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে আন্তরিক সংবর্ধনা জানানো হয়। মুখ্যমন্ত্রী প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।

অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কমলপুর ও আমবাসা মহকুমার মোট ১৯টি উন্নয়ন প্রকল্পের ভার্চুয়ালি উদ্বোধন করেন। পাশাপাশি আমবাসা মহকুমার গঙ্গানগর থেকে গণ্ডাছড়া পর্যন্ত সড়ক নির্মাণ কাজেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ধলাই জেলার জেলা শাসক বিবেক এইচ.বি.। মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে রাজ্যের চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নের অগ্রগতি তুলে ধরেন।

মঞ্চে উপস্থিত ছিলেন— বিধায়ক মনোজ কান্তি দেব, বিধায়িকা স্বপ্না দাস পাল, জেলা সভাধিপতি সুস্মিতা দাস, আমবাসা পুর পরিষদের চেয়ারপার্সন প্রতিমা মালাকার, আমবাসা বিএসি’র চেয়ারম্যান ও প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা এবং স্বাস্থ্য ও পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে।

এদিনের অনুষ্ঠানে মোট ১০৪ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও ১০২ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী বলেন, “ত্রিপুরার সর্বাঙ্গীণ উন্নয়নই আমাদের লক্ষ্য। গ্রাম থেকে শহর— সর্বত্র উন্নয়নের ছোঁয়া পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande