
আগরতলা, ১৩ নভেম্বর (হি.স.) : রাজধানী আগরতলার দশমীঘাট এলাকায় বৃহস্পতিবার ঘটল চাঞ্চল্যকর সড়ক দুর্ঘটনা। দুরন্ত গতিতে ছুটে চলা একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিআর ০১ এল ২৭৩৭ নম্বরের অটোটি দশমীঘাটের দিক থেকে বটতলার দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। দশমীঘাটের কাছে এসে অটোটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে সজোরে ধাক্কা মারে এবং উল্টে যায়। সৌভাগ্যক্রমে তখন দোকানটি খোলা ছিল না। স্থানীয়দের মতে, দোকানটি খোলা থাকলে আহতের সংখ্যা আরও বাড়তে পারত।
দোকানের সামনে দাঁড়িয়ে থাকা দুইজন এই দুর্ঘটনায় আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। চায়ের দোকানের মালিক শঙ্কর বণিক জানান, “দুর্ঘটনার পর অটোচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” এই ঘটনাকে কেন্দ্র করে দশমীঘাট এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে এবং পলাতক অটোচালকের সন্ধান শুরু করেছে বলে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ