
উদয়পুর (ত্রিপুরা), ১৩ নভেম্বর (হি.স.) : গোমতী জেলার উদয়পুরের উপকণ্ঠের বাগমা হাসপাতাল চৌমুহনিতে বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনই বয়োজ্যেষ্ঠ পুরুষ ও মহিলা।
স্থানীয় সূত্রে জানা যায়, পালাটানা ও শালগড়া এলাকা থেকে ছয়জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বৈষ্ণব সেবায় অংশ নিতে অটোতে করে যাচ্ছিলেন। পথে বাগমা হাসপাতাল চৌমুহনি এলাকায় জাতীয় সড়কে তাঁদের অটোটি একটি বাইক ও অপর একটি যাত্রীবাহী অটোর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তিনটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর অগ্নিনির্বাপক দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন। বাকি পাঁচজন বর্তমানে গোমতী জেলা হাসপাতালের সার্জিক্যাল বিভাগে চিকিৎসাধীন।
ঘটনাস্থলে উদয়পুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে উদয়পুর মহাকুমা এলাকায় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। তাঁরা জানান, ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতিই এই দুর্ঘটনার অন্যতম কারণ। এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলেছেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ