
হাওড়া, ১৫ নভেম্বর (হি.স.): বাকি ছিল মাত্র ৩০০ টাকা, সেই টাকা না দেওয়ায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। হাওড়ার বাগনান থানা এলাকার বাইনান ফুলতলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। শুক্রবার রাতে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই যুবকের। মৃত যুবকের নাম আব্দুর রহমান (৩০)। বাড়ি হাওয়াল গ্রামে।
মৃতের পরিবারের পক্ষ থেকে চার যুবকের নামে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ করা হয়েছে, মাস চার-পাঁচেক আগে এলাকার এক গ্যারেজে আব্দুর তাঁর বাইক সার্ভিসিং করান। এ জন্য খরচ হয় ২ হাজার ৮০০ টাকা। এর দু’-একদিনের মধ্যে বাইক ফের খারাপ হয়ে যায়। সে কারণে গ্যারেজের মালিককে টাকা না দিয়ে কর্মস্থল নেপালে চলে যান তিনি। পরে মায়ের মাধ্যমে আড়াই হাজার টাকা পাঠিয়ে দেন। বকেয়া ছিল ৩০০ টাকা। বৃহস্পতিবার সকালে নেপাল থেকে গ্রামের বাড়িতে আসেন আব্দুর।
অন্য একটি গ্যারেজে তাঁর বাইক সারাতে দেন। সেকথা জানতে পারেন আগের গ্যারেজের মালিক। অভিযোগ, বিকেলে আব্দুর বাইক আনতে গেলে আগের গ্যারেজের মালিক সহ চার যুবক তাঁকে ঘিরে ধরে। মারধর করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত যুবককে উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রেফার করা হয় উলুবেড়িয়া মেডিকেল কলেজে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শুক্রবার রাতে সেখানে মৃত্যু হয় ওই যুবকের।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা