
শিলিগুড়ি, ১৫ নভেম্বর (হি.স.): কাজ করাতে গিয়ে তাদের উপর মানসিক চাপ দিচ্ছে নির্বাচন কমিশন। আর এই অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন বিএলও-রা। উত্তাল হয়ে ওঠে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চ।
একেবারে মাটিতে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিএলওরা। তাঁদের অভিযোগ, দিনের পর দিন তাঁদের উপর বাড়তি চাপ দেওয়া হচ্ছে। গভীর রাতে ফোন করে কমিশন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে বলে দাবি আন্দোলনকারী বিএলওদেরও।
শনিবার শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে ডেটা এন্ট্রির প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণ শিবির চলাকালীনই বিক্ষোভ দেখাতে শুরু করেন কর্তব্যরত বিএলওরা। স্লোগান দিতে দিতে শিবির ছেড়ে বেরিয়ে আসেন তাঁরা। বিএলওদের অভিযোগ, আচমকাই নির্বাচন কমিশন থেকে তাঁদের নির্দেশ দেওয়া হয়েছে ডিজিটালে ডেটা এন্ট্রি করতে হবে। আর এজন্য দ্রুত প্রশিক্ষন নিতে হবে। আর তাতেই আপত্তি জানান বিএলওরা।
অভিযোগ, বিভিন্নভাবে কাজের চাপ দেওয়া হচ্ছে। এতে স্বাভাবিক জীবন ব্যহত হচ্ছে বলে দাবি বিএলওদের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত