
হাইলাকান্দি (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের নির্দেশে ১০ বছর বা তার বেশিদিন ধরে নিষ্ক্রিয় ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় করতে হাইলাকান্দি জেলায় সচেতনতা শিবির শুরু হয়েছে। জেলা প্রশাসন ও লিড ডিস্ট্রিক্ট কার্যালয়ের যৌথ উদ্যোগে গত ১৩ নভেম্বর লালা উন্নয়ন খণ্ড কার্যালয়ে প্রথম এই শিবিরটি অনুষ্ঠিত হয়।
‘আপনার ধন আপনার অধিকার’ কর্মসূচির অধীনে অনুষ্ঠিত শিবিরে দশটি ব্যাংক শাখার কর্মকর্তারা অংশ নেন। জেলার লিড ডিস্ট্রিক্ট ম্যানেজার বিভাস দাসের পরিচালনায় শিবিরে ১৩টি পুরনো নিষ্ক্রিয় অ্যাকাউন্টের দাবি নিষ্পত্তি করা হয়। এদিন ১ লক্ষ ২২ হাজার ৯০৪ টাকার অ্যাকাউন্ট সক্রিয় করা হয়েছে।
এদিকে আগামী ১৮ নভেম্বর হাইলাকান্দি উন্নয়ন খণ্ড কার্যালয়েও অনুরূপ এক শিবিরের আয়োজন করা হয়েছে। এতে দাবিদারহীন পুরনো ব্যাংক অ্যাকাউন্ট-হোল্ডার অথবা নমিনিদেরকে উপস্থিত থাকতে বলা হয়েছে। জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বার্তায় এ খবর জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস