
পূর্ব সিংভূম, ১৬ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের পূর্ব সিংভূমে রবিবার চাকুলিয়া থানার অন্তর্গত এলাকায় যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সুনীল কুমার মাহতো।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধ্যান ফাউন্ডেশনের পাশে দেহটি প্রথম দেখেন ফাউন্ডেশনের পরিচালক ডঃ শালিনী মিশ্র। তিনি পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকায় পৌঁছে দেহ উদ্ধার করে| তদন্ত শুরু হয়েছে।
দেহের কাছে পাওয়া গেছে একটি জলের বোতল ও খালি মদের বোতল। প্রাথমিক তদন্তে জানা গেছে, মৃতের মাথায় ধারালো ও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়ে থাকতে পারে| তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য