
পূর্ব বর্ধমান, ১৬ নভেম্বর (হি.স.): পূর্ব বর্ধমানের মসাগ্রাম স্টেশনের কাছে আগুন লাগায় আতঙ্ক ছড়ালো এলাকায়| ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে|
জানা গেছে, স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের অনতিদূরে পড়ে থাকা পাইপে আগুন লাগার জেরে চাঞ্চল্য সৃষ্টি হয় মসাগ্রাম স্টেশন সংলগ্ন এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্ধমান-হাওড়া কর্ড লাইনে অবস্থিত মসাগ্রাম স্টেশন লাগোয়া টিকিট কাউন্টারের অনতিদূরে রেলের কাজে ব্যবহৃত পাইপ দীর্ঘদিন ধরে পড়েছিল। রবিবার দুপুর নাগাদ হঠাৎ করে সেই পাইপে আগুন লেগে যায়| আগুন দেখতে পেয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। তবে কী ভাবে আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ