রাজা রামমোহনকে বিজেপি-র মন্ত্রী ‘ব্রিটিশদের দালাল’ বলায় ক্ষোভ তৃণমূলের
কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী। তা নিয়ে বাংলায় সরব হয়েছে তৃণমূল। রামমোহনকে নিয়ে এমন মন্তব্যে বিজেপিকে ‘বাংলাবিরোধী’ তকমা দিয়েছে তারা। বিরসা মুন
রাজা রামমোহনকে বিজেপি-র মন্ত্রী ‘ব্রিটিশদের দালাল’ বলায় ক্ষোভ তৃণমূলের


কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.): রাজা রামমোহন রায়কে ‘ব্রিটিশদের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কে জড়ালেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রী। তা নিয়ে বাংলায় সরব হয়েছে তৃণমূল। রামমোহনকে নিয়ে এমন মন্তব্যে বিজেপিকে ‘বাংলাবিরোধী’ তকমা দিয়েছে তারা।

বিরসা মুন্ডার সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে গিয়ে মধ্যপ্রদেশের উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার দাবি করেছেন, ঔপনিবেশিক শাসনকালে ইংরেজি শিক্ষার মাধ্যমে জনগণের বিশ্বাস পরিবর্তনের জন্য যাঁরা কাজ করেছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন রামমোহন।

তাঁর মতে, ‘‘বাংলা এবং আশপাশের অঞ্চলে ইংরেজি শিক্ষার মাধ্যমে সে সময় মানুষের বিশ্বাস পরিবর্তনের জন্য একটি চক্র কাজ কাজ করছিল। ব্রিটিশেরা বেশ কয়েক জন ভারতীয়কে ভুয়ো সমাজ সংস্কারক হিসাবে গড়ে তুলেছিলেন। রাজা রামমোহন রায় ছিলেন তাঁদের মধ্যে একজন, যিনি ব্রিটিশদের দালাল হিসাবে কাজ করতেন।’’

তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, ‘‘যারা নিজেরা ব্রিটিশদের দালালি করেছে, তারা রামমোহন রায়কে দালাল বলছে। এই জন্যই বিজেপি বাংলা বিরোধী। বাংলার মানুষ এর জবাব দেবেন।’’

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande