হাওড়া বিভাগের একটি স্টেশনে একদিনে মোট ১০৪৬টি অনিয়মের ঘটনা সনাক্ত
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শেওড়াফুলি স্টেশনে শনিবার টিকিট চেকিং অভিযানে মোট ১০৪৬টি অনিয়মের ঘটনা সনাক্ত করেছে। অভিযানের মূল লক্ষ্য ছিল টিকিট কাটায় শৃঙ্খলা জোরদার করা এবং শহরতলির অংশ জুড়ে নির্বিঘ্ন যাত্রী পরিষেবা নিশ্চ
হাওড়া বিভাগের একটি স্টেশনে একদিনে মোট ১০৪৬টি অনিয়মের ঘটনা সনাক্ত


কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শেওড়াফুলি স্টেশনে শনিবার টিকিট চেকিং অভিযানে মোট ১০৪৬টি অনিয়মের ঘটনা সনাক্ত করেছে।

অভিযানের মূল লক্ষ্য ছিল টিকিট কাটায় শৃঙ্খলা জোরদার করা এবং শহরতলির অংশ জুড়ে নির্বিঘ্ন যাত্রী পরিষেবা নিশ্চিত করা। হাওড়া কোচিংয়ের সহকারী বাণিজ্যিক ব্যবস্থাপক কার্যকরভাবে এই অভিযান পরিচালনা করেন। তাঁর সহায়তায় ছিলেন ৬৪ জন টিকিট চেকিং কর্মী, ১৫ জন বাণিজ্যিক পরিদর্শক এবং ৪ জন আরপিএফ কর্মীর সমন্বয়ে গঠিত একটি নিবেদিতপ্রাণ দল।

অভিযানে দায়ের হয় টিকিটবিহীন ভ্রমণের ৭৪৮টি মামলা, বুকিংবিহীন লাগেজ সম্পর্কিত ২২৭টি মামলা এবং স্টেশন প্রাঙ্গণ এবং ট্রেনের মধ্যে আবর্জনা ফেলার ৭১টি মামলা। রেলওয়ে নিয়ম অনুসারে জরিমানা আরোপ করে উল্লেখযোগ্য রাজস্ব আদায় হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande