১৯ নভেম্বর শিলচরে এলিভেটেড করিডর প্রকল্প সংক্রান্ত জনসভা কাছাড় প্রশাসনের
শিলচর (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরের ভবিষ্যত নগর-পরিকল্পনায় বড় পদক্ষেপ হিসেবে ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন ট্রাংক রোড থেকে রাঙিরখাড়ি পয়েন্ট পর্যন্ত এলিভেটেড করিডর নির্মাণ প্রকল্পকে ঘিরে জনমত সংগ্রহে উদ্যোগী হয়েছে কাছাড় জে
১৯ নভেম্বর শিলচরে এলিভেটেড করিডর প্রকল্প সংক্রান্ত জনসভা কাছাড় প্রশাসনের


শিলচর (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহরের ভবিষ্যত নগর-পরিকল্পনায় বড় পদক্ষেপ হিসেবে ক্যাপিটাল পয়েন্ট সংলগ্ন ট্রাংক রোড থেকে রাঙিরখাড়ি পয়েন্ট পর্যন্ত এলিভেটেড করিডর নির্মাণ প্রকল্পকে ঘিরে জনমত সংগ্রহে উদ্যোগী হয়েছে কাছাড় জেলা প্রশাসন। এই উদ্দেশ্যে আগামী ১৯ নভেম্বর বিকেল তিনটায় শিলচরের বঙ্গ ভবনে এক জনসভার আয়োজন করেছে জেলা প্রশাসন।

প্রশাসনের বক্তব্য উদ্ধৃত করে আজ সোমবার শিলচরে অবস্থিত বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়ে বলা হয়েছে, স্বচ্ছতা, জনসম্পৃক্ততা এবং যৌথ সিদ্ধান্ত, এই তিনটি মূল মানদণ্ডকে সামনে রেখে প্রকল্পের প্রতিটি ধাপে মানুষের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। শহরের দীর্ঘদিনের যানজট, রাস্তাঘাটের ওপর চাপ এবং ব্যস্ত বাণিজ্যিক এলাকার সংকট দূর করতে উঁচু এই সড়ক প্রকল্পকে ‘গেমচেঞ্জার’ হিসেবেই দেখা হচ্ছে।

ভূমি অধিগ্রহণ শাখার তত্ত্বাবধানে অনুষ্ঠেয় সভায় শহরের বাসিন্দা, ব্যবসায়ী, জমির মালিক, অংশীদার এবং স্থানীয় প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। প্রশাসনের মতে, অ্যালাইনমেন্ট, জমি-সংক্রান্ত বিষয়, পরিবহণ ব্যবস্থার উন্নতি প্রতিটি দিকেই নাগরিক পরামর্শ শহরের ভবিষ্যত রূপরেখা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

সভায় উপস্থিত থাকবেন খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, বরাক উপত্যকা উন্নয়ন, খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তাঁর নেতৃত্বে ইন্টারঅ্যাকটিভ আলোচনা অনুষ্ঠিত হবে। কাছাড় জেলার সকল সাংসদ ও বিধায়কেরও উপস্থিত থাকার কথা রয়েছে।

জেলা প্রশাসন আহ্বান জানিয়েছে ‘শহরের উন্নয়ন শহরের নাগরিকদের হাতে। তাই এই গুরুত্বপূর্ণ উদ্যোগে প্রত্যেকের মতামত অমূল্য।’ এজন্য প্রশাসন সংশ্লিষ্ট এলাকার সকল নাগরিককে সভায় অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande