
গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : ২০২৬-এ অসম বিধানসভা নির্বাচনে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম-এর সঙ্গে জোট গড়ার ইঙ্গিত দিয়েছেন এআইইউডিএফ-প্রধান প্রাক্তন সাংসদ বদরউদ্দিন আজমল।
আজ সোমবার এখানে দলীয় কার্যলয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এআইইউডিএফ সভাপতি তথা প্রাক্তন সাংসদ বদরউদ্দিন আজমল এআইএমআইএম-প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোটের ইঙ্গিত দিয়েছেন। আজমল বলেন, এ ব্যাপারে তাঁরা নিয়মিত যোগাযোগে রয়েছেন, ভোটের অঙ্কে ‘সবকিছুই সম্ভব’।
আজমল বলেন, ‘আমরা দুই ভাই এবারের নির্বাচনে একসাথে লড়তে পারি। এআইইউডিএফ আগে চারটি আসনে জিতেছিল। এবার লক্ষ্য ৪০।’ তিনি বলেন, গত কয়েক মাস স্বাস্থ্য খারাপ থকায় রাজনৈতিক কার্যকলাপ সীমিত ছিল। এখন তিনি মোটামুটি সুস্থ, ভোট-রণের জন্য প্রস্তুত।
বদরউদ্দিন বলেন, ‘অসমের রাজনৈতিক পরিবেশ প্রতিদ্বন্দ্বিতার জন্য উপযুক্ত। এআইইউডিএফ ৩৫টি আসনে প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত।’ তিনি জোর দিয়ে বলেন, ‘তাঁর দল বিজেপিকে লাভবান হতে দেবে না।’
মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্পর্কে আজমল বলেন, ‘মুখ্যমন্ত্রী প্রায়ই অনিয়ন্ত্রিত কথা বলেন। শর্মাকে ভুলে গেলে চলবে না, মুসলিম জনগণের খাবার এবং লবণ তাঁকে গ্রহণ করতে হতে পারে।’ তিনি বলেন, নির্বাচনের সময় রাজনৈতিক নেতারা দেবদূত হয়ে আসতে পারেন, অথচ অনিয়ন্ত্ৰিত মূল্যবৃদ্ধির মতো বিষয়গুলি থেকে দূরে থাকেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস