
হাফলং (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : কালাচাঁদ ডায়েট-এ বিএড পাঠক্ৰমে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ নিয়ে জেলা কমিশনারের দ্বারস্থ হয়েছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরাম (আইএসএফ)।
আজ সোমবার ডিমা হাসাওয়ের জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতের সাথে সাক্ষাৎ করে কালাচাঁদ ডায়েট-এ বিএড পাঠক্ৰমে ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে বলে তাঁকে অবহিত করেছে ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের সভাপতি ডেভিড কেভমের নেতৃত্বে এক প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি সমগ্র ঘটনাক্রম এবং উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের প্রধানসচিব পার্থ জহরির কাছে ইতিমধ্যে উত্থাপিত অভিযোগ সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জেলা কমিশনারকে জানিয়েছে। তাঁরা মেধার ভিত্তিতে বেশি নম্বরপ্রাপ্ত সকল স্থানীয় প্রার্থীদের জন্য একটি সুষ্ঠু ও স্বচ্ছ ভর্তি প্রক্রিয়ার দাবি জানিয়েছেন। প্রধানসচিবের কাছে জমাকৃত স্মারকলিপির একটি প্রতিলিপি জেলা কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে যাতে এই বিষয়টি নিয়ে তিনি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন।
ইন্ডিজেনাস স্টুডেন্টস ফোরামের প্রতিনিধিরা সতর্ক করে দিয়ে বলেন, যদি উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ নির্ধারিত সময়ের মধ্যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়, তা-হলে যোগ্য শিক্ষার্থীদের অধিকার রক্ষার জন্য তাঁরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবেন।
জেলা কমিশনার প্রতিনিধি দলকে আশ্বস্ত করে বলেন, বিষয়টি গুরুত্ব সহকারে তিনি পদক্ষেপ গ্রহণ করবেন।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব