হাকিমপুর সীমান্তে ভিড় শতাধিক বাংলাদেশির, এসআইআর আতঙ্কে দেশে ফেরার হিড়িক
স্বরূপনগর, ১৭ নভেম্বর ( হি. স.) :- এসআইআর বিধি কার্যকর হওয়ার পরই রাজ্য ও ভিন রাজ্য থেকে শতাধিক বাংলাদেশি নাগরিকের দেশে ফেরার প্রবণতা তীব্র হয়েছে। তারই প্রতিফলন দেখা গেল সোমবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে। শুক্রবার গভীর রাতে
বাংলাদেশী নাগরিক


স্বরূপনগর, ১৭ নভেম্বর ( হি. স.) :- এসআইআর বিধি কার্যকর হওয়ার পরই রাজ্য ও ভিন রাজ্য থেকে শতাধিক বাংলাদেশি নাগরিকের দেশে ফেরার প্রবণতা তীব্র হয়েছে। তারই প্রতিফলন দেখা গেল সোমবার উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানার হাকিমপুর সীমান্তে। শুক্রবার গভীর রাতে পুরুষ, মহিলা ও শিশু সহ কয়েকশো বাংলাদেশি বেআইনিভাবে বসবাসকারী মানুষ মাথায় আসবাবপত্র, কাপড়-চোপড়, কম্বল ও প্রয়োজনীয় জিনিস নিয়ে সীমান্তে জড়ো হন। শনিবার সকালে হাকিমপুর চেকপোস্টে প্রায় ৩০০ জন বাংলাদেশিকে সীমান্ত পার হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।জানা গেছে, এসআইআর নিয়ম চালু হওয়ার পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং দেশের অন্যান্য রাজ্য থেকে বহু বাংলাদেশি, যারা পরিযায়ী শ্রমিক, পরিচারিকা বা দিনমজুরের কাজ করতেন, তারা আতঙ্কে বাংলাদেশে ফিরতে চাইছেন।ইতিমধ্যে বিএসএফ-এর ১৪৩ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সীমান্তে জড়ো হওয়া মানুষদের আটক করে বৈধ কাগজপত্র যাচাই শুরু করেছেন। তাঁদের দাবিমতো বৈধ নথি না থাকলে কেউই সীমান্ত অতিক্রম করতে পারবেন না।এই দৃশ্য দেখে এলাকাবাসী বিস্মিত ও উদ্বিগ্ন। স্থানীয়দের মতে, বছরের পর বছর ধরে এ অঞ্চলে বহু বাংলাদেশি বেআইনিভাবে বসবাস করে বিভিন্ন ক্ষেত্রের শ্রমিক হিসেবে কাজ করছিলেন। এসআইআর নিয়ম কার্যকর হতেই তাঁদের মধ্যে ফিরে যাওয়ার তাড়াহুড়ো শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande