লাটাগুড়িতে রাস্তায় উদ্ধার চিতাশাবকের দেহ
লাটাগুড়ি, ১৭ নভেম্বর (হি.স.): জঙ্গলের রাস্তায় ফের উদ্ধার হল বন্যপ্রাণীর দেহ। সোমবার লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার রাস্তায় উদ্ধার হয় একটি চিতা শাবকের দেহ। দেহটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। জানা গেছে, সোমবার গরুমারা সেন্ট্রাল ওয়ান ও লাটাগুড়ি জঙ্
লাটাগুড়িতে রাস্তায় উদ্ধার চিতাশাবকের দেহ


লাটাগুড়ি, ১৭ নভেম্বর (হি.স.): জঙ্গলের রাস্তায় ফের উদ্ধার হল বন্যপ্রাণীর দেহ। সোমবার লাটাগুড়ি থেকে চালসা যাওয়ার রাস্তায় উদ্ধার হয় একটি চিতা শাবকের দেহ। দেহটি উদ্ধার করেন বন দফতরের কর্মীরা। জানা গেছে, সোমবার গরুমারা সেন্ট্রাল ওয়ান ও লাটাগুড়ি জঙ্গলের সুরশ্রুতি তিন কম্পার্টমেন্টের মাঝে থাকা মহাকাল ধামের কাছে একটি চিতা শাবকের দেহ দেখতে পান বনকর্মীরা। দেহটি একেবারে পিষে গিয়েছিল। সেটা পুরুষ না কি স্ত্রী সেটা বোঝা সম্ভব হয়নি। অভিযোগ, এই পথে লাগাতার বন্যপ্রাণীর মৃত্যু হলেও সেই মৃত্যু রোধে কোনও ব্যবস্থা নিচ্ছে না বন দফতর।

উল্লেখ্য, রবিবার এই একই রাস্তায় উদ্ধার হয়েছিল একটি সম্বর ও একটি বার্কিং ডিয়ারের দেহ। গরুমারা জাতীয় উদ্যান এবং লাটাগুড়ি বনাঞ্চলের মধ্যবর্তী জাতীয় সড়কে রবিবার দুটি হরিণের মৃতদেহ উদ্ধার হয়। রবিবার ভোরে বন দফতর দুটি হরিণের দেহ রাস্তায় পড়ে থাকতে দেখে। প্রাথমিকভাবে বন দফতরের অনুমান, গাড়ির ধাক্কায় হরিণ দুটির মৃত্যু হতে পারে। জানা গেছে, দুটি হরিণ এর মধ্যে একটি সম্বর ও অন্যটি বার্কিং ডিয়ার প্রজাতির। দুটিই স্ত্রী। মৃতদেহ দুটি উদ্ধার করে লাটাগুড়ির প্রকৃতি বীক্ষণ কেন্দ্রে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande