স্বাস্থ্য পরিষেবায় মাইলফলক, টেলিমেডিসিনের ‘সাফল্যে’ আপ্লুত মমতা
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও এক মাইলফলক। এবার গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা বড়সড় সাফল্যের মুখ দেখল। তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের নেপথ্যে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের অভিনন্
স্বাস্থ্য পরিষেবায় মাইলফলক, টেলিমেডিসিনের ‘সাফল্যে’ আপ্লুত মমতা


কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় আরও এক মাইলফলক। এবার গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবা বড়সড় সাফল্যের মুখ দেখল। তাতে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সাফল্যের নেপথ্যে চিকিৎসকদের ভূমিকার কথা উল্লেখ করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, টেলিমেডিসিন পরিষেবা আজ এক মাইলফলক ছুঁয়ে ফেলল। এখনও পর্যন্ত ৭ কোটি মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন। দিনে দিনে এই পরিষেবা আরও ছড়িয়ে পড়বে এবং উপকার পাবেন আরও অনেকে, এই আশা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লেখেন, পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা আরও একটি মাইলফলক অর্জন করেছে। টেলিমেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলগুলিকে উচ্চ স্তরের স্বাস্থ্যসেবা সুবিধার সঙ্গে সংযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি অনন্য উদ্যোগ স্বাস্থ্যইঙ্গিত। এখনও পর্যন্ত ৭ কোটি মানুষ এর দ্বারা উপকৃত হয়েছেন।

এই উদ্যোগটি ১১,০০০ এর বেশি স্বাস্থ্যকেন্দ্র ও আরোগ্য কেন্দ্র এবং ৬৩টি উচ্চতর স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দৈনিক টেলিকনসাল্টেশন প্রদান করে। এটি ৯০০০ এর বেশি চিকিৎসকের সঙ্গে প্রতিদিন ৮০,০০০ এর বেশি স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ প্রদানে সক্ষম।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande