
হাসনাবাদ, ১৭ নভেম্বর ( হি. স.): উত্তর ২৪ পরগনার হাসনাবাদে সোমবার শতাব্দী-প্রাচীন পুকুর ভরাটকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ, বাসন্তী তলা এলাকার রেশন ডিলার জগবন্ধু দাস এবং তাঁর ভাই স্থানীয় তৃণমূল অঞ্চল সভাপতি রমেশ চন্দ্র দাস, বেআইনিভাবে পুকুর ভরাট করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সঞ্জয় সরকার নামের এক পূর্ব মালিকের কাছ থেকে কয়েক লক্ষ টাকায় পুকুর কিনে নেওয়ার পর ওই জমিতে দিন-দুপুরে প্রকাশ্যেই মাটি ফেলা শুরু হয়েছে। অভিযোগ, রাতের অন্ধকারে লরি ভরে বালি ও মাটি এনে নিয়মিত পুকুর ভরাট চলছে। এলাকাবাসীরা বারবার প্রতিবাদ করলেও কোনও ফল মেলেনি। প্রাক্তন মালিকদের দাবি, পুকুর হিসেবেই জমিটি বিক্রি করা হয়েছিল। এই পুকুরই ছিল গ্রামবাসীদের স্নান, মাছ চাষ এবং দুর্গা প্রতিমা বিসর্জনের জায়গা। তাই পুকুর ভরাটে মানুষের ক্ষোভ আরও বেড়েছে।জলাশয় রক্ষার ক্ষেত্রে আদালত ও সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও প্রশাসনের নিষ্ক্রিয়তায় প্রশ্ন উঠেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা না হলেও তাঁরা জানিয়েছেন, “আইন নিজের পথে চলবে।” ইতিমধ্যে বিডিও, বিএলও ও এলআরওকে লিখিতভাবে জানানো হয়েছে। তবে বিজেপি-চালিত গ্রাম পঞ্চায়েত প্রধানও মুখ খুলতে নারাজ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়