
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): বিগত ৬ মাসে সর্বোচ্চ অভিযোগ এসেছে মহিলাদের কাছ থেকে। এরই প্রেক্ষিতে সোমবার কলকাতায় জাতীয় মহিলা কমিশন 'মহিলা শুনানির' আয়োজন করেছে। জাতীয় মহিলা কমিশনের সদস্য ডঃ অর্চনা মজুমদার বলেন, গত বছরের জুলাই মাসে আমাদের কাছে প্রায় ১৪৮টি মামলা ছিল। ৬ মাসের মধ্যে কমিশনের কাছে অভিযোগের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এখানে এসে আরেকটি জন শুনানি করতে বাধ্য হয়েছি। কলকাতায় আমরা ১১৭টি মামলার মধ্যে ৪৩টি বাদে অধিকাংশ আমরা সমস্যার সমাধান করেছি। মহিলাদের পক্ষ থেকে প্রায় সব ধরণের অভিযোগ জানানো হয়েছে। সবকিছুই বিবেচনা করা হয়।
আর জি করের নির্যাতিতার বাবা এদিন বলেন, আমি এখানে আমার কিছু প্রশ্ন নিয়ে এসেছি, এবং আমি এখানে জানতে এসেছি যে আমার স্ত্রীকে একজন পুলিশ অফিসার আঘাত করেছিল, সেই ঘটনার কী হল। আমরা কলকাতা পুলিশের সঙ্গে কথা বলতে পারছি না, কারণ তারা আদালতে উপস্থিত নেই; তারা কেবল বলে যে মামলাটি সিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে এবং কিছুই করে না।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা