অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতা বালা ঠাকুর
উত্তর ২৪ পরগনা, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার দুপুরে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। প্রথমে তাঁকে অনশন মঞ্চে স্যালাইন দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ সুপার
অনশন মঞ্চে অসুস্থ সাংসদ মমতা বালা ঠাকুর


উত্তর ২৪ পরগনা, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার দুপুরে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর। প্রথমে তাঁকে অনশন মঞ্চে স্যালাইন দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বনগাঁ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এসআইআর এবং সিএএ-এর বিরোধিতা করে মতুয়া ভক্তরা ঠাকুরনগরে মতুয়া ঠাকুরবাড়িতে আমরণ অনশন করছিলেন। মমতা অসুস্থ হওয়ার পর তাঁকে ফলের রস খাইয়ে অনশন ভঙ্গ করানো হয়। পরে অনশন তুলে নেওয়ার কথা জানান মতুয়ারা।

দীর্ঘক্ষণ অনশন মঞ্চে অবস্থান, গরম ও শারীরিক পরিশ্রান্তির জেরে তাঁর রক্তচাপ নেমে যায় বলে জানা গেছে। সঙ্গে সঙ্গে চিকিৎসকরা এগিয়ে এসে মঞ্চেই স্যালাইনের ব্যবস্থা করেন। এদিন বিকেলে অনশন ভঙ্গ করার সম্ভাবনা ছিল। কিন্তু তার আগেই এই অনাকাঙ্খিত পরিস্থিতি আন্দোলনকারীদের মধ্যে উদ্বেগ তৈরি করে। মতুয়া মহাসংঘের কর্মী–সমর্থকরা মমতা বালা ঠাকুরের পাশে জড়ো হয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande