
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): মিথ্যা প্রমাণিত হল তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তোলা অভিযোগ৷ সোমবার বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড থেকে সিআরপিএফ নিয়ে রাজভবনে যৌথ তল্লাশি চালানোর পর এমনই দাবি রাজ্যপাল সিভি আনন্দ বোসের৷
তিনি জানান, রাজভবনে গোলাবারুদ তো দূরস্ত, মেলেনি কিছুই ৷ আর এতেই ক্ষুব্ধ রাজ্যপাল৷ রাজভবন সূত্রে খবর, তল্লাশির পর কল্যাণের বিরুদ্ধে ইতিমধ্যে এফআইআর করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
রাজভবনে এদিন চিরুনি তল্লাশির পর সাংবাদিকদের রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, সম্মানীয় সাংসদ যে অভিযোগ করেছিলেন তা সম্পূর্ণ মিথ্যা। তাঁর অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালালাম রাজভবনে৷ আমি নিজে রাজভবনের প্রতিটি কোনায় খুঁজে দেখলাম। কিছুই পেলাম না। ফলে তৃণমূল সাংসদকে মিথ্যা অভিযোগ করার জন্য ক্ষমা চাইতে হবে। তা না-হলে আইনের দরজা-সহ সমস্তরকম পথ খোলা রয়েছে। সাংসদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ করা হবে৷
এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে কি না প্রশ্ন করা হলে রাজ্যপাল বলেন, সাংবিধানিক সহকর্মীর সঙ্গে কী আলোচনা হয়েছে বা হয়নি তা এই মুহূর্তে বলার প্রশ্ন ওঠে না। তাঁর সঙ্গে আমার আলোচনা বরাবরই গোপন থেকেছে। গোপন থাকবে। সঠিক সময়ে প্রকাশ্যে আসবে।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত