
ডিফু (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : কারবি আংলং জেলার পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে প্রায় ১২ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। মাদক কারবারে জড়িত অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে।
জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, আজ সোমবার ডিলাই থানার অন্তর্গত ডিলাই তিনআলিতে অভিযান চালিয়ে প্ৰায় ২ কিলোগ্ৰাম মরফিন উদ্ধার করা হয়েছে। পুলিশের সূত্ৰ জানিয়েছে, ডিমাপুরের (নাগাল্যান্ড) দিক থেকে মাঞ্জার দিকে আসছিল চার চাকার এএস ০১ বিকে ২৪৪৮ নম্বরের মারুতি সুইফ্ট ডিজায়ার। গাড়িতে তালাশি চালিয়ে ইঞ্জিনের ভেতর থেকে ১,৯৫৯ কিলোগ্ৰাম মরফিন উদ্ধার করেছেন অভিযানকারীরা। এর সঙ্গে মণিপুরের ইমফলের বাসিন্দা গাড়ি চালক আমির খান নামের একজনকে পুলিশ গ্ৰেফতার করেছে৷ উদ্ধারকৃত মরফিনের বাজারমূল্য কমপক্ষে ১১ কোটি ১৯ লক্ষ টাকা হবে বলে পুলিশের সূত্রটি জানিয়েছে।
এদিকে আজ পৃথক এক অভিযানে পুলিশ কারবি আংলং জেলার অন্তৰ্গত ডিলাই থানাধীন লাহরিজানের ২৯ নম্বর জাতীয় সড়কে নাকাপয়েন্টে এএস ১২ আর ৮০৮৮ নম্বরের ব্ৰিজা কারে তালাশি চালিয়ে ৩২টি প্যাকেট থেকে ৪১৩.৯৮ গ্ৰাম হেরোইন উদ্ধার করেছে। তবে পুলিশ গাড়িটি আটক করে তালাশি চালানোর সময় জাতীয় সড়কের পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে গা ঢাকা দিয়েছে চালক। উদ্ধারকৃত হেরোইনের বাজারমূল্য প্রায় ৮০ লক্ষ টাকা হবে বলে সূত্রের ধারণা।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব