বিকাশভবন ঘেরাও নতুন চাকরিপ্রার্থীদের, রণক্ষেত্র এলাকা
কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : এবার দুর্নীতির অভিযোগ তুলে বিকাশভবন ঘেরাও করলেন নতুন চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ। আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্
বিকাশভবন ঘেরাও নতুন চাকরিপ্রার্থীদের, রণক্ষেত্র এলাকা


কলকাতা, ১৭ নভেম্বর (হি. স.) : এবার দুর্নীতির অভিযোগ তুলে বিকাশভবন ঘেরাও করলেন নতুন চাকরিপ্রার্থীরা। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে প্রচুর পুলিশ। আন্দোলনকারীদের জোর করে করুণাময়ী মেট্রো স্টেশনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি বিকাশভবন চত্বরে।

আন্দোলনকারীদের দাবি, ১ লক্ষ শূন্যপদ বাড়িয়ে সকলকে নিয়োগ করতে হবে। পুলিশের যুক্তি, “অনুমতি ছাড়া এভাবে রাস্তায় নেমে আন্দোলন করা যায় না। নিয়ম মেনে আমাদের যা পদক্ষেপ করার করছি।”

নিয়োগ পদ্ধতি অসাংবিধানিক বলে ব্যাখ্যা করে ২০১৬ সালের এসএসসির গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। ফলে চাকরি হারান ২৫,৭৫২ জন শিক্ষক, শিক্ষাকর্মী। চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নতুন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছিল দেশের শীর্ষ আদালত। সেই মতো পরীক্ষা হয়। ফলাফলও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে নতুন যারা পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা পরীক্ষায় পুরো নম্বর পাওয়া সত্ত্বেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি। কারণ, পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার জন্য যোগ করা হয়েছে ১০ নম্বর। যা নতুন চাকরিপ্রার্থীদের মধ্যে কেউই পাননি। ফলে তাঁরা মোট যে নম্বরের পরীক্ষা দিয়েছেন কাটঅফ মার্কস দাঁড়িয়েছে তার থেকে বেশি।

এরই প্রতিবাদে, দুর্নীতির অভিযোগ তুলে নতুন চাকরিপ্রার্থীরা সোমবার দুপুরের দিকে করুণাময়ী চত্বরে জমায়েত করেন। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আন্দোলেনর ঝাঁজ। পোস্টার, ব্যানার নিয়ে বিকাশভবনের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। পরিস্থিতি মোকাবিলায় ময়দানে নামে পুলিশ। সব মিলিয়ে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande