
হাইলাকান্দি (অসম), ১৭ নভেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা আগামী ৩০ নভেম্বর হাইলাকান্দি জেলা সফরে আসছেন। হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল আজ সোমবার হাইলাকান্দিতে এক প্রশাসনিক পর্যালোচনা সভায় এ কথা জানান।। মুখ্যমন্ত্রীর সফরকালে জেলায় মহিলা উদ্যমিতা অভিযানের চেক বণ্টন এবং কয়েকটি প্রকল্পের শিলান্যাসের সম্ভাবনা রয়েছে বলে অভিভাবক মন্ত্রী জানিয়েছেন।
পর্যালোচনা সভায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাইলকান্দি জেলায় প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে চলমান কাজগুলি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেনন। সভায় জানানো হয়েছে, মিজোরাম সীমান্তে যে ছয়টি বর্ডার আউট পোস্ট নির্মাণের কাজ চলছে তার মধ্যে দুটির নির্মাণ এখন পর্যন্ত শেষ হলেও বাকি চারটির নির্মাণকাজ এগিয়ে চলেছে।
তিনি বর্ডার আউট পোস্ট এবং গ্রামীণ সড়কগুলির নির্মাণকাজে গতি আনতে ঘন ঘন পরিদর্শন করতে সংশ্লিষ্ট বিভাগীয় অধিকারিদের নির্দেশ দিয়েছেন। কৃষি বিভাগ থেকে মন্ত্ৰীকে জানানো হয়েছে, ২০২৪-২৫ অৰ্থবৰ্ষে জেলায় ৩২ হাজার সোয়েল হেলথ কার্ড ইস্যু করা হলেও এ বছর লক্ষ্যমাত্রা ১৪ হাজারের বিপরীতে ১২,৬০৫টি মাটির নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩,৩৬৫ টি সোয়েল হেলথ কার্ড জেনারেট করা সম্ভব হয়েছে। লক্ষ্যমাত্রার বাকি কার্ড মার্চ মাসের মধ্যে শেষ করা হবে বলে বিভাগ থেকে জানানো হয়েছে।
রবিশস্যের বীজ প্রকৃত কৃষক এবং জনজাতি কৃষকদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বণ্টন করতে কৃষি বিভাগকে নির্দেশ দেন মন্ত্রী। জেলার তিন বিধায়ক জাকির হোসেন লস্কর, সুজাম উদ্দিন লস্কর এবং নিজাম উদ্দিন চৌধুরীর উপস্থিতিতে অন্যান্যদের মধ্যে ডিসি অভিষেক জৈন, বিজেপি নেতা স্বপন ভট্টাচার্য, কল্যাণ গোস্বামী, মুন স্বর্ণকার, পুরপতি মানব চক্রবর্তী, ড. মিলন দাস প্ৰমুখ সভায় অংশগ্ৰহণ করেছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস