অসমে এসআইআর : ইসিআই-এর সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের, পূর্ণ সহযোগিতার আশ্বাস
গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর)-এর জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। আজ সোমবার ভারতের নির্বাচন কমিশন কৰ্তৃক জারিকৃত নিৰ্দেশের পর সুষ্ঠুভাবে এসআইআর প
ইসিআই-এর সিদ্ধান্তকে স্বাগত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার


গুয়াহাটি, ১৭ নভেম্বর (হি.স.) : অসমে ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর)-এর জন্য নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

আজ সোমবার ভারতের নির্বাচন কমিশন কৰ্তৃক জারিকৃত নিৰ্দেশের পর সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার পূর্ণ সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। তাঁর অফিশিয়াল এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘২০২৬ সালের ১ জানুয়ারি তারিখকে কুয়ালিফাইং ডেট হিসেবে ভোটার তালিকার স্পেশাল রিভিশনের জন্য ভারতের নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত জানাই। এই প্রক্রিয়ায় সমস্ত যোগ্য নাগরিকদের জন্য পরিচ্ছন্ন, হালনাগাদ এবং নির্ভুল ভোটার তালিকা নিশ্চিত করতে সহায়তা করবে রাজ্য। একটি স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ সম্পূর্ণ করতে পূর্ণ সহযোগিতা করবে অসম।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande