শিউলি নার্সারি অ্যান্ড প্রাইমারি গার্লস স্কুল বন্ধের নোটিশে ক্ষোভ, রাস্তায় নেমে বিক্ষোভ অভিভাবকদের
ব্যারাকপুর, ১৭ নভেম্বর ( হি. স.): শিউলি নার্সারি অ্যান্ড প্রাইমারি গার্লস স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যারাকপুর–বারাসাত রোডে। সোমবার সকালে স্কুলের গেটে হঠাৎ ঝুলে থাকা বন্ধের নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকে
স্কুল বন্ধের নোটিশ


ব্যারাকপুর, ১৭ নভেম্বর ( হি. স.): শিউলি নার্সারি অ্যান্ড প্রাইমারি গার্লস স্কুল বন্ধ করে দেওয়ার নোটিশ ঘিরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে ব্যারাকপুর–বারাসাত রোডে। সোমবার সকালে স্কুলের গেটে হঠাৎ ঝুলে থাকা বন্ধের নোটিশ দেখেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। মুহূর্তে তারা রাস্তায় নেমে ব্যারাকপুর–বারাসাত রোড অবরোধ করেন।অভিভাবকদের অভিযোগ, প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে চলা এই স্কুল হঠাৎ করে বন্ধ করে দিলে শতাধিক শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে যাবে। তাদের দাবি, “কোনও পরিস্থিতিতেই স্কুল বন্ধ হতে দেওয়া যাবে না।’’স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি গার্লস হাইস্কুলের মর্নিং সেকশনে নার্সারি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত বেসরকারিভাবে এই স্কুলটি পরিচালিত হয়। বর্তমানে এখানে পড়ছে প্রায় ৪৭৫ জন ছাত্রী। ২০০১ সাল থেকে স্কুলটি নিয়মিতভাবে শিক্ষাদান করে আসছে।অভিভাবকদের অভিযোগ, কোনও পূর্ব সতর্কতা বা বৈঠক ছাড়াই হঠাৎ করে এই বন্ধের নোটিশ জারি করা হয়েছে। ফলে অভিভাবক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।ঘটনাস্থলে পরে পুলিশ পৌঁছে অভিভাবকদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে অভিভাবকদের একাংশ স্পষ্ট জানিয়েছেন—“স্কুল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande