
কলকাতা, ১৭ নভেম্বর (হি.স.): তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক অভিযোগে ক্ষুব্ধ রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে সোমবার তড়িঘড়ি কলকাতায় ফিরেছেন তিনি। তাঁর নির্দেশেই সোমবার রাজভবন প্রাঙ্গণে এবং ভিতরে চিরুনি তল্লাশি চালাল যৌথবাহিনী। নেতৃত্বে ছিলেন স্বয়ং রাজ্যপাল। রাজভবনের কোথাও গুলি-বোমা-বারুদ মজুত আছে কি না, তা খুঁজতে তল্লাশি চালানো হল। শেষে রাজ্যপাল বললেন, কিচ্ছু পাওয়া যায়নি রাজভবনে!
পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের নির্দেশে, কলকাতা পুলিশ, রাজভবন পুলিশ ফাঁড়ি, সিআরপিএফ, বোমা স্কোয়াড এবং ডগ স্কোয়াডের দল সমগ্র রাজভবন ভবন এবং এর আশেপাশে যৌথ চিরুনি তল্লাশি অভিযান চালায়। রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেছেন, স্নিফার ডগ এবং বোমা স্কোয়াড সেখানে ছিল। এটি রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর যৌথ অভিযান ছিল। কিছুই পাওয়া যায়নি। তবে আমি এখনও রাজভবনে সম্পূর্ণ চিরুনি অভিযান চাই, যাতে বাংলার জনগণের সামনে সত্য প্রতিষ্ঠিত হয়। এর পরে, আমি যা কিছু ব্যবস্থা নেওয়ার প্রয়োজন তা গ্রহণ করব। শক্তিশালী, কার্যকর এবং সক্রিয় পদক্ষেপ নেওয়া হবে। আমি এটা খুব স্পষ্ট করে দিয়েছি, এবং এটি কোনও আলটিমেটাম নয়। তিনি (তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়) যদি নিজের অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন, তবে বাংলার জনগণের সামনে ক্ষমা চাওয়ার বিকল্প আছে। সেই সিদ্ধান্তের জন্য, আমি ২৪ ঘণ্টা সময় দিয়েছি। এখন, যদি তিনি বাংলার জনগণের কাছে ক্ষমা না চান, তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা