
কলকাতা, ১৭ নভেম্বর, (হি.স.): তৃণমূলের দুর্নীতি-বিষয়ক নানা ছবির ১ মিনিট ২৮ সেকেণ্ডের ভিডিয়ো-সহ তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
রবিবার রাতে এক্সবার্তায় তিনি লিখেছেন, “ক্ষমতার আসন জোর করে আঁকড়ে থাকার নেশায় ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত নীতি, আদর্শ, রাজনৈতিক নৈতিকতাকে প্রকাশ্যে পায়ে মাড়িয়েছেন। তাঁর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গকে পরিণত করেছে কট্টর মৌলবাদীদের তোষণ, দুষ্কৃতী সিন্ডিকেট, আর সমস্ত ধরনের অসামাজিক কার্যকলাপের নিরাপদ আশ্রয়স্থলে।
যে রাজ্য একসময় ছিল জ্ঞান-সংস্কৃতির আলোকস্তম্ভ, আজ সেই বাংলাকেই টেনে নামানো হয়েছে চূড়ান্ত অরাজকতায়, তৃণমূল কংগ্রেসের তৈরি করা জঙ্গলরাজে।
কিন্তু বাংলার মানুষ আর সহ্য করবে না। তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যের দিন এবার সমাপ্ত। পশ্চিমবঙ্গের মানুষ আজ স্পষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘জঙ্গলরাজ’-কে প্রত্যাখ্যান করে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে আনার ডাক দিচ্ছেন তৃণমূলের অরাজকতা সাফ করে নতুন ভবিষ্যৎ গড়ার সংকল্প নিয়ে।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত