ডিউটিতে যাওয়ার সময় দুর্ঘটনায় জখম দুই পুলিশ
মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার সকালে ডিউটিতে যাওয়ার সময় হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই পুলিশ কর্মী। ওই ঘটনায় অরও দুই মোটরবাইক আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় স
ডিউটিতে যাওয়ার সময় দুর্ঘটনায় জখম দুই পুলিশ


মুর্শিদাবাদ, ১৭ নভেম্বর (হি.স.): সোমবার সকালে ডিউটিতে যাওয়ার সময় হরিহরপাড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন দুই পুলিশ কর্মী। ওই ঘটনায় অরও দুই মোটরবাইক আরোহীও আহত হয়েছেন বলে জানা গেছে। সোমবার সকালে হরিহরপাড়ার শ্রীপুর গ্রামে ওই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হরিহরপাড়া থানার দুই পুলিশ কর্মী একটি মোটরবাইকে চেপে যখন গ্রামের রাস্তা দিয়ে বেলডাঙায় ডিউটিতে যাচ্ছিলেন, সেসময়েই দুর্ঘটনাটি ঘটে। শ্রীপুর গ্রামে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে একটি মোটরবাইক আসছিল। সেটাই দুই পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে দু’টি মোটরবাইকের চার জন আরোহী–ই রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁদের সবাইকে উদ্ধার করে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসা দেওয়া হয় তাঁদের।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande