
বাঁকুড়া, ১৭ নভেম্বর (হি. স.) : বাঁকুড়া জেলার ভূস্বর্গ মুকুটমণিপুরে বেড়াতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু হোল এক যুবকের। রবিবার বিকেলের পর কংসাবতী জলাধারের পাড়ের রাস্তায়এই ঘটনা ঘটে ।সন্ধ্যার দিকে জলাধারের রাস্তা ফাঁকা থাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোয় এই দুর্ঘটনা বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম মনোজিৎ মাহাতো( ২১)। তার বাড়ি রাইপুর ব্লকের শ্যামসুন্দরপুর অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা যায়, মনোজিৎ তাঁর মামাবাড়ি রাইপুরের হলুদকানালীতে বেড়াতে এসেছিলেন।সেখানকার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সে মুকুটমণিপুর বেড়াতে যায়। জলাধারের পাড়ের রাস্তা ধরে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গার্ডওয়ালে। এই ধাক্কার তীব্রতায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তায় কয়েকবার গড়িয়ে যায় যুবকের শরীর ও মোটরসাইকেল। মাথা ও মুখে গুরুতর আঘাত লাগে তার। স্থানীয় বাসিন্দারা জানান যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।গোড়াবাড়ি ফাঁড়ির পুলিশ রক্তাক্ত অবস্থায় তাকে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।এই মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে নেমে আসে গভীর শোকের ছায়া। পরিবার সূত্রে জানা গেছে, মনোজিৎ রাইপুর পলিটেকনিক কলেজের ছাত্র ছিল।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট