অসম-আগরতলা জাতীয় সড়ক চার লেন নির্মাণে গতি আনতে উচ্চপর্যায়ের বৈঠক
আগরতলা, ১৭ নভেম্বর (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮) চার লেনের সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে ত্রিপুরা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, ত্রিপুরার সামগ্রিক উন্নয়নকে
পর্যালোচনা বৈঠক


আগরতলা, ১৭ নভেম্বর (হি.স.) : অসম-আগরতলা জাতীয় সড়ক (এনএইচ-৮) চার লেনের সম্প্রসারণ কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে ত্রিপুরা সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি জানান, ত্রিপুরার সামগ্রিক উন্নয়নকে গতিশীল করতে আধুনিক, নিরাপদ ও সুপরিকল্পিত সড়ক নেটওয়ার্ক অপরিহার্য।

সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরী সভাপতিত্ব করেন। বৈঠকে মজলিশপুর নির্বাচনী এলাকার রানীরবাজার ফায়ার স্টেশন থেকে মাধববাড়ির আন্তঃরাজ্য বাস টার্মিনাস (আইএসবিটি) পর্যন্ত এনএইচ-৮ এর চার লেন সম্প্রসারণ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখা হয়। উপস্থিত ছিলেন পূর্ত দফতরের সচিব কিরণ গিত্তে, জাতীয় সড়ক বিভাগের সিনিয়র ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা।

বৈঠকে প্রকল্পের প্রযুক্তিগত দিক, চলমান চ্যালেঞ্জ এবং প্রস্তাবিত সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে ভূমি-সংক্রান্ত সমস্যাগুলি দ্রুত সমাধানের লক্ষ্যে বিস্তৃত আলোচনা হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী নির্দেশ দেন, যেসব সমস্যা প্রকল্পের গতিকে বাধাগ্রস্ত করছে সেগুলি অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে পদ্ধতিগতভাবে সমাধান করতে হবে। সকল অংশীদারকে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে কাজের গতি বাড়ানোর আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, “রাজ্য সরকারের প্রধান লক্ষ্য ত্রিপুরার মানুষের জন্য আধুনিক, নিরাপদ ও দক্ষ সড়ক অবকাঠামো গড়ে তোলা। এর মাধ্যমে রাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও যোগাযোগ ব্যবস্থার ভিত্তি আরও মজবুত হবে।”

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande