
গৌতমবুদ্ধ নগর, ১৯ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের গৌতমবুদ্ধ নগর জেলায় একটি দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কা লাগে ডিভাইডারে । ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর রাতে পার্থলা চকের কাছে দুর্ঘটনাটি ঘটে ।
বুধবার এক পুলিশ আধিকারিক জানান, মৃত যুবকের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স ৩৫ বছর বলে অনুমান করা হচ্ছে। যুবকটি তার বাইকে করে নয়ডা থেকে গ্রেটার নয়ডা ওয়েস্ট যাচ্ছিল। মঙ্গলবার ভোর রাতে দ্রুতগামী বাইকটি ডিভাইডারে ধাক্কা খায়। ঘটনায় যুবক গুরুতর আহত হয় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে হাসপতালে পাঠায়। যেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপতালে পাঠায় । পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে । তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / ফারজানা পারভিন