
মুর্শিদাবাদ, ১৯ নভেম্বর (হি.স.): বুধবার দিন শেষে বৈঠক সারতে মুর্শিদাবাদে পৌঁছন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বিকেল ৪টে নাগাদ মুর্শিদাবাদে পৌঁছে সরাসরি চলে যান সার্কিট হাউসে। সেখানেই মধ্যাহ্ন ভোজন সারেন তাঁরা। জেলাশাসকের কার্যালয়ে বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সার্কিট হাউসের সভাকক্ষেই বৈঠকের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়। তবে সাড়ে চারটে নাগাদ সভা শুরু হওয়ার কথা থাকলেও সভা শুরু হতে কিছুটা দেরি হয়। জেলার প্রশাসনিক কর্তা থেকে বিভিন্ন মহকুমা শাসক ও বিডিওরা অনেক আগে থেকেই উপস্থিত ছিলেন সেখানে।
উল্লেখ্য, এসআইআর প্রক্রিয়া খতিয়ে দেখতে এর আগে নদিয়া জেলায় যান মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। তিনি জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে এদিন সকাল ১১টা নাগাদ কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে এসে উপস্থিত হন। নদিয়ার জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ