
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্ট থেকে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছে আদালত। প্রসঙ্গত, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য জামিনে মুক্তি পেয়েছেন। আদালত সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির মামলায় আগেই জামিন পেয়েছিলেন কল্যাণময়। এবার সিবিআইয়ের মামলাতেও জামিন পেলেন তিনি। সূত্রের খবর, বেশ কিছু শর্তের ভিত্তিতে এদিন তাঁর জামিন মঞ্জুর হয়েছে। অর্থাৎ তাঁর জেলমুক্তিতে আর কোনও বাধা রইল না।
নিয়োগ দুর্নীতি মামলায় আরও অনেকের সঙ্গে নাম জড়িয়েছিল কল্যাণময়েরও। এসএসসির ২০১৬ সালের প্যানেলে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাতে কল্যাণময়ের যোগ রয়েছে বলে দাবি করেছিল তদন্তকারী সংস্থা। ওই সময়ে মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্বে ছিলেন কল্যাণময়। ২০১২ সালে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির প্রশাসক হন তিনি। সব মিলিয়ে চার বছর, অর্থাৎ ২০১৬ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। সেই বছরেই তাঁকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি করা হয়। ২০২২ সালের ২২ জুন ওই পদে তাঁর মেয়াদ শেষ হয়েছিল। তার পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। পরে এই সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় ইডিও তাঁকে গ্রেফতার করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ