
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): নিউটাউনে একটি হোটেলের পাশে ভয়াবহ আগুন। বুধবার দুপুরে হঠাৎ করে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, সেখানে লোহা কাটার কাজ চলছিল। তখনই কোনওভাবে স্ফুলিঙ্গ ছড়িয়ে আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিক অনুমান। ওই জায়গার চারদিকে প্রচুর জঙ্গল ও শুকনো গাছপালা ছিল। সেই কারণেই দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে থার্মোকলের মতো বিপুল পরিমাণ দাহ্য সামগ্রী মজুত ছিল, যা আগুনের তীব্রতা বাড়িয়ে দেয়। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।
উল্লেখ্য, দিনকয়েক আগেই নিউটাউনের পাম্পে পেট্রল আনলোডের সময় ট্যাঙ্কারে আগুন লাগে। ব্যাহত হয় যান চলাচল। ভোগান্তির মুখে পড়েছিলেন নিত্যযাত্রীরা। ওই রাস্তা দিয়েই এয়ারপোর্ট, বালি, বারাসত গামী বাসগুলো চলাচল করে। অফিস থেকে ফেরার টাইমে ওই গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ থাকায় সমস্যার মুখে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ থাকায় বিশাল যানজটেরও সৃষ্টি হয়। দিনকয়েকের মধ্যে ফের আগুন লাগলো সেই নিউটাউনেই।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ