
আরারিয়া, ১৯ নভেম্বর (হি.স.) : নেপালের বিরাটনগরের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো মঙ্গলবার রাতে বিহারের ফোর্বসগঞ্জের দুই যুবককে ১৫২ গ্রাম মাদক (ব্রাউন সুগার ) সহ গ্রেফতার করেছে। ধৃতদের নাম মো. মজাহিত (২৮ ) ফোর্বসগঞ্জের ভাগকোহালিয়ার বাসিন্দা এবং রাজকুমার দাস (২০)ফোর্বসগঞ্জের পলাসির বাসিন্দা ।
বুধবার পুলিশ সূত্রে জানা গেছে , পুলিশ তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। এদের আগে বিরাটনগরের দুই নেপালি যুবককেও একই ধরনের মাদকসহ আটক করা হয়েছিল। অনুসন্ধানে জানা গেছে, ধৃত দুই যুবক বাইকে ছিলেন এবং সন্দেহজনকভাবে একে অপরের সঙ্গে কথা বলছিলেন। পুলিশ তাঁদের কাছে ১৪০.১৮ গ্রাম মাদক (ব্রাউন সুগার ) উদ্ধার করেছে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও জেলা পুলিশ দুই ভারতীয় যুবকসহ চারজনের সঙ্গে মাদক পাচারের যোগ খুঁজতে তদন্ত চালাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য