
নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন।
এক্স-এ এক পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন : “প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জি-র জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাই।”
এদিকে, সংসদ ভবন চত্বরে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকীতে লোকসভার স্পিকার ওম বিড়লা শ্রদ্ধা জানান। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং অন্যান্য নেতারা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
উল্লেখ্য, এর আগে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জন্মজয়ন্তীতে বুধবার সকালে নয়াদিল্লির শক্তিস্থলে শ্রদ্ধা জানান কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।ইন্দিরা গান্ধীর সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন তাঁরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ