বিজেপির দলনেতা নির্বাচিত সম্রাট, চৌধুরীর ডেপুটি হলেন সিনহা
পাটনা, ১৯ নভেম্বর (হি.স.): বিহারে সরকার গঠনের তোড়জোড় এখন তুঙ্গে। আগামীকালই পাটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠানে। তার আগে বুধবার দলনেতা নির্বাচন করতে বৈঠকে বসে বিজেপি। সেই বৈঠকে বিজেপির দলনেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী, উপ দলনেতা নির্বাচ
বিজেপির বৈঠক


পাটনা, ১৯ নভেম্বর (হি.স.): বিহারে সরকার গঠনের তোড়জোড় এখন তুঙ্গে। আগামীকালই পাটনার গান্ধী ময়দানে হবে শপথগ্রহণ অনুষ্ঠানে। তার আগে বুধবার দলনেতা নির্বাচন করতে বৈঠকে বসে বিজেপি। সেই বৈঠকে বিজেপির দলনেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী, উপ দলনেতা নির্বাচিত হয়েছেন বিজয় কুমার সিনহা।

কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান, উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য নির্বাচিত দু'জনকে অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি এবং আরও অনেকে। সম্রাট চৌধুরী এদিন বলেন, আমাকে এত বড় দায়িত্ব দেওয়ার জন্য আমি দলকে ধন্যবাদ জানাই। আমরা বিহারের অগ্রগতির জন্য কাজ করব। বিজয় সিনহা বলেন, আমি আমার শীর্ষ নেতৃত্ব ও সকল বিধায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিহারে উন্নয়নের গতি ত্বরান্বিত করার জন্য প্রাপ্ত জনাদেশের মাধ্যমে এখন আমরা সুশাসনের মাধ্যমে সমৃদ্ধি অর্জনের সংকল্প বাস্তবায়ন এবং একটি বিকশিত বিহার গড়ে তোলার প্রতিশ্রুতি সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য আমাদের ব্যবস্থাকে কার্যকর করব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande