
পুট্টাপার্থি, ১৯ নভেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বুধবার অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থি পৌঁছন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান, মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী কে. পবন কল্যান। প্রশান্তি নিলয়ামে শ্রী সত্য সাই বাবার মহা সমাধিতে বিশেষ প্রার্থনা করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে শ্রী সত্য সাই বাবার পবিত্র মন্দির এবং মহাসমাধিতে প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু পুট্টাপর্থিতে প্রধানমন্ত্রী শ্রী সত্য সাঁই বাবার জীবন, শিক্ষা ও চিরন্তন ঐতিহ্যের সম্মানে স্মারক মুদ্রা এবং ডাকটিকিট প্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্থিতে ভগবান সত্য সাঁই বাবার জন্ম শতবর্ষ অনুষ্ঠানে থেকে কুড়ি হাজার মেয়ের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার বলেন যে, শ্রী সত্য সাই বাবার শতবর্ষ কেবল একটি ধর্মীয় বা সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং সর্বজনীন প্রেম, শান্তি এবং সেবার চেতনার একটি মহান উদযাপন। তিনি বলেছেন, শ্রী সত্য সাই বাবা তাঁর জীবন এবং কর্মের মাধ্যমে বসুধৈব কুটুম্বকম এর ভারতীয় ধারণাকে বৈশ্বিক রূপ দিয়েছেন। আজও তাঁর শিক্ষা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করে চলেছে।
প্রধানমন্ত্রী মোদী শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপনে তাঁর প্রতি উৎসর্গীকৃত ১০০ টাকার স্মারক মুদ্রা এবং একটি বিশেষ ডাকটিকিটও প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাবার জীবন ছিল মানবতার প্রতি একটি বার্তা, যেখানে সেবা, প্রেম এবং করুণা ছিল সর্বোপরি। পুট্টাপার্থির এই পবিত্র ভূমি সর্বদাই আধ্যাত্মিক চেতনার কেন্দ্রবিন্দু।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ