
কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.): প্রেসিডেন্সি সংশোধনাগারের ভিতরে এক বন্দির গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হল। সংশোধনাগার কর্তৃপক্ষের থেকে বুধবার বেলার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তের ভিত্তিতে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে। তবে আদতে সেটি আত্মহত্যা না কি মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেল সূত্রে খবর, মৃত বন্দি আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা। বছরখানেক আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। তার বিরুদ্ধে ডাকাতি এবং অস্ত্র আইনে মামলা চলছিল। পুলিশ হেফাজতে থাকার পর প্রেসিডেন্সি জেলে বিচারাধীন ছিল সে। বুধবার সকাল থেকেই খোঁজ মিলছিল না তার। জেলে তার সেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। খোঁজাখুঁজির পর বেলার দিকে জেল চত্বরের একটি গাছ থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় অন্য বন্দিরা। খবর দেওয়া হয় জেলের নিরাপত্তাকর্মীদের। পরে জেল কর্তৃপক্ষের তরফেই থানায় জানানো হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ