
মালদা, ১৯ নভেম্বর ( হি. স.): মালদার হবিবপুর ব্লকের মঙ্গলপুরা অঞ্চলের ১২৫ নম্বর বুথের তিলাইপাড়া গ্রামে বুধবার দুপুরে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে ঢালাই রাস্তা এবং সোলার লাইট স্থাপনার কাজের শুভ সূচনা হল। মাইকু হেমব্রমের বাড়ি থেকে শৈলেন সোরেনের বাড়ি পর্যন্ত প্রায় ৮০ মিটার ঢালাই রাস্তা নির্মাণ এবং একটি সোলার লাইট বসানোর উদ্বোধন করা হয় পূজার্চনা, ঢাক-ঢোল ও নারকেল ফাটিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গৃহীত এই প্রকল্পে গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের স্বপ্ন আরও একধাপ এগোল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রমীলা বেসরা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক স্বপন সরকার, সমাজসেবী মিঠুন মন্ডল, হবিবপুর পঞ্চায়েত সদস্য অষ্টমী রায় সরকার, মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের সদস্য রতন মন্ডলসহ অন্যান্য সদস্য ও গ্রামবাসীরা। স্থানীয়দের আশা, এই রাস্তা ও সোলার লাইট বসানোর ফলে এলাকার যাতায়াত এবং নিরাপত্তা ব্যবস্থায় উল্লেখযোগ্য উন্নতি হবে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়