
কলকাতা, ১৯ নভেম্বর (হি. স.): “শিক্ষা দুর্নীতির মাধ্যমে এই রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের বেকার করে রেখেছে এই রাজ্যের বর্তমান সরকার। এর পাশাপাশি আশা, আইসিডিএস কর্মীদের ন্যূনতম বেতন দিয়ে কাজ চালাচ্ছে।”
বুধবার রাজ্য বিজেপি প্রধান কার্যালয় সাংবাদিকদের এ কথা বলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সঙ্গে
MANREGA এর দুর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন তিনি। বলেন, “পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের আমলে ভুয়ো জব কার্ড তৈরি করে যে সমস্ত টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের দিয়ে কাজ করানো হচ্ছে সেই সমস্ত ঠিকাদারদের টাকা পাওয়া অনিশ্চিত।”
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত